নিজস্ব প্রতিবেদক ::
আজ চট্টগ্রাম জেলার আনোয়ারাতে ঘাসফুল PRISE প্রকল্পের উদ্যোগে সংস্থার আনোয়ারা শাখায় দিনব্যাপী লার্নার সফট-স্কিলস ট্রেনিং (Learner soft skills Training) সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষণে আনোয়ারা উপজেলার ২৫জন লার্নার উপকারভোগী নারী সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।
আজকের এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর জেলা ব্যবস্থাপক তনুজ হালদার, ঘাসফুলের প্রশিক্ষক নুসরাত সুলতানা। উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প ফোকাল সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সমাজে সুবিধাবঞ্চিত কিশোরী ও যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠির লক্ষ্যে ইউনিসেফ-ব্র্যাকের সহযোগিতায় ঘাসফুলের বাস্তবায়নে চট্টগ্রাম নগরীর ০৮টি  ওয়ার্ড ও আনোয়ারা উপজেলায় এই দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রাইস প্রকল্পের মূল লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন সংস্থা সমুহের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠিকে অর্থনৈতিক ও কারিগরি সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত কিশোর কিশোরী/যুবক-যুবতীদের জীবন যাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here