শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
ক্ষুধা ও দারিদ্র মুক্ত, সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিটি ছাত্রকে মেধাবী ও সুশৃঙ্খল হতে হবে। বরণীয় ও স্মরণীয়দের তালিকায় নিজেদের নাম তালিকাভুক্ত করার প্রত্যয় থাকতে হবে।
রবিবার দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে খাদ্য ও দূর্যোগ ব্যবস’াপনা মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি এ সব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, কৃষি মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স’ায়ী কমিটির সভাপতি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপি, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান প্রমুখ।
উল্লেখ্য ২০১১ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয ৫ম স’ান অর্জন করায় বিদ্যালযের শিক্ষক এবং জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রদের ক্রেষ্ট প্রদান করা হয়।