আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: রাষ্ট্র ও সংবিধানের সাথে সাংঘর্ষিক আদিবাসী স্বীকৃতি ও অপপ্রচার বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য অধিকার ফোরাম নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে রাষ্ট্র বিরোধী আদিবাসী স্বীকৃতি ও অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দিন প্রতিবাদ সমাবেশের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো: জাহিদুল ইসলামের সঞ্চালরায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা প্রমূখ।
এর আগে, চেঙ্গী স্কোয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।