তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারীতে বৃহস্পতিবার রাতে সংখ্যালঘু এক হিন্দু পরিবারের সদস্যদের উপর নির্মম নির্যাতন চালিয়ে বাড়িঘর ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। ওই মহলটির নির্মম নির্যাতনে মহিলাসহ ৩জন মারাত্বক আহত হয়ে আদিতমারী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর মাঝিপাড়া গ্রামের সংখ্যালঘু দিন দয়ালের ছেলে বীনোদ চন্দ্র দাসের একটি হাঁসের পাঁ ভেঙ্গে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পাশ্ববর্তি মজিবরের ছেলে প্রভাবশালী সাইদুল ইসলাম গং এর সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সাইদুল গং বৃহস্পতিবার সন্ধ্যায় সংখ্যালঘু ওই পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে বীনোদের স্ত্রী কাজল রানী(৪৫) , ছেলে কান্তেশ্বর (২৬), ভাগ্নি শ্যামলী রানী(২২) রক্তাক্ত আহত হয়। এতেও ক্ষান্ত হয় নি সন্ত্রাসী চক্রটি পরে বীনোদের বাড়িঘর ভাংচুর করে ৫০ হাজার টাকা ও স্বর্ণলংকার লুটপাট চালিয়ে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় চক্রটি। এতে বীনোদের ঠাকুরঘরসহ একটি ঘর সম্পূর্ণরুপে পুড়ে যায়। পরে এলাকাবাসী তাদের আত্নচিৎকারে ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। এ দিকে এঘটনায় স্থানীয় হিন্দু সমপ্রদায়ের মাঝে বিরাজ করছে চাঁপা ক্ষোভ। এ রিপোর্ট লিখা মুহুর্তে মামলার প্রস্তুতি চলছে।
আদিতমারী থানার ওসি’র চার্জে এসআই আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বীনোদের দায়ের করা অভিযোগটি রুজু করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট