নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ঘটনাবলি তুলে ধরতে লালমনিরহাটের আদিতমারীতে মুক্তিযুদ্ধের মহড়া প্রদর্শন করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত দুদিন ব্যাপী বিজয় উৎসবের শেষ দিনে শনিবার আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের এ মহড়া। স্থানীয় মুক্তিযোদ্ধা, ছাত্র, আনছার ভিডিপি সদস্য ও স্থানীয় যুবকদের অংশগ্রহনে ২ঘন্টা ব্যাপী এ মহড়ায় ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের সকল ঘটনাবলি তুলে ধরা হয়। শুধু পাকহানাদারদের হত্যাজ্ঞাই নয় স্থানীয় রাজাকার, আলবদর ও আলসামসদের লুটপাট, রমনীর সম্ভ্রমহানী,অত্যাচার,ও নির্যাতনের সে সময়ের ভয়ানক দৃশ্যও প্রদর্শন করা হয় এ নাটকীয় মহড়ায়। তুলে ধরা হয় মিত্রবাহিনীর অংশগ্রহণ ও তাদের সহযোগিতা,। মুক্তিবাহিনীর প্রশিড়্গন থেকে শুরম্ন করে তাদের জিবন বাজি রেখে হানাদারদের সাথে সম্মুখ্য যুদ্ধের ভয়ানক দৃশ্য, বাঙ্গালীর লাশ কিভাবে কচুরী পানা দিয়ে ঢেকে রাখা হয়, মুক্তিবাহিনীকে ধরে নিয়ে রাজাকাররা কিভাবে নির্যাতন করে হত্যা করেছে সে দৃশ্যও স্থান পায় এ মহড়ায়। জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মহড়া উপভোগ করেন এবং মহড়ায় অংশগ্রহণকারীদেরকে পুরুস্কার প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের ৩১ বিজিবি’র অধিনায়ক কর্নেল আবু আসলাম, এফবিসিসিআই এর পরিচালক আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, ইউএনও রেজাউল আলম সরকার, লালমনিরহাট পৌরমেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সালেক প্রামানিক।
এ মহড়ার অধিনায়ক স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, মুক্তিযুদ্ধের ভয়ানক দৃশ্যগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ মহড়ার আয়োজন করা হয়। এ মহড়ার জন্য ১ মাস ধরে প্রশিড়্গন দেয়া হয় অংশগ্রহণকারী ১৪০ জনকে।
বিজয় উৎসবের আহবায়ক উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল হক জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্যই এ মহড়ার আয়োজন করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনিরহাট