সাবেক উপমন্ত্রী জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ১১৯জন নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি রোববার বিকাল ৪টায় এক বিক্ষোভ মিছিল ও পথসভার ডাক দেয়। এ দিকে উপজেলা আওয়ামীলীগও একই সময়ে মিছিলের আহবান করে। এ নিয়ে দিনভর চলে নানা জলপনা কল্পনা। দু’দলের মাঝেই ছিল টান টান উত্তেজনা। অবশেষে দুপুরের পর থেকেই দু’দলের কার্যালয়ে নেতা কর্মীরা ভির জমাতে থাকে। এর এক পর্যায়ে উপজেলা কমলাবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া পার্টি অফিসে যাওয়ার পথে আওয়ামীলীগ পার্টি অফিস মোড়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা তাকে সমাবেশে যেতে বাঁধা নেয়। এ নিয়ে হাতা হাতির ঘটনা ঘটলে চাঁন মিয়া মাথায় আঘাত পেয়ে আদিতমারী হাসপাতালে ভর্তি হয়েছেন। আইন শৃঙ্গলার অবনতির আশংকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয। অবশেষে বিএনপি’র কার্যালয়ের সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে পথ সভা করে বিএনপি। ৩০ মিনিট ব্যাপী পথ সভায় লালমনিরহাট বুড়িমারী মহা সড়কে উভয় পাশে প্রায় অর্ধশতাধিক যানবাহন আটকা পরে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু । তিনি তার বক্তব্যে বলেন, আগামী ৪দিনের মধ্যে বিএনপি’র সকল নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসুচি গ্রহন করা হবে। আর এ কর্মসুচি বাসত্মবায়নের জন্য দুলু সকল নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। পরে বিএনপি’র বিক্ষেভ মিছিলটি সামনে না এগিয়ে তাদের পার্টি অফিস মোড় থেকে ফাতেমা ফিলিং স্টেশন হয়ে পুনরায় বিএনপি’র কার্যালয়ে শেষ হয়।
অপর দিকে আওয়ামীলীগ তাদের মিছিল দেয়ার কথা থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মিছিল করেন নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/উত্তম রায়/লালমনির হাট