হরতালের কারণে নারায়ণগঞ্জে রোববার বিকেলে শিল্পপুলিশ-৪ উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা হরতালের কারণ অস্বীকার করে বলছেন, ‘অনিবার্যকারণবশতঃ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে বিশেষ অতিথি হিসেবে রাখা হয়েছিল।
শিল্পপুলিশ পুলিশ-৪ এর পুলিশ সুপার মাহবুবুল আলম (পিপিএম) জানান, অনিবার্যকারণবশতঃ শিল্পপুলিশ-৪, নারায়ণগঞ্জের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের পরবর্তী তারিখ পরে জানানো হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here