নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারী, চুরি মামলার ও মারপিট মামলার আসামীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানাপুলিশ জানায়, সাহেব গঞ্জ এলাকায় মারপিটের ঘটনায় নিয়মিত মামলার আসামী সাহেব গঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে আক্তার সরকার(৫৫), আক্তারের স্ত্রী বুলবুল ওরফে বিজলী (৩৬) ও আব্দুল জলিলের ছেলে শামীম খাঁন (৪০) এবং গ্রেপ্তারী পরোয়ানা মূলে চৌউরবাড়ী গ্রামের মোবারকের ছেলে আব্দুল বারিক ও সাহেব গঞ্জ গ্রামের আয়ুব আলীর ছেলে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একটি চুরি মামলার সন্দেহভাজন আসামী পাটকাবাড়িয়া গ্রামের সন্তেষ মন্ডলের ছেলে মাহাবুব (৩৬) এবং থাঐপাড়া গ্রামের আফজাল মশিয়ালের ছেলে সাজ্জাদ মশিয়াল ওরফে সাদ্দাম (২৭) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, গাঁজাসহ আটক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here