নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে ভারতীয় আগ্রাসন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত করা এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সাধারণ ছাত্র ও জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এ সময় তারা ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। পরে স্টেশন চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেওয়ান মেহেদী, রাকিব শুভ, নাহিদ তৌকি, তারেক সম্রাট, আরিফ আহমেদ, আব্দুর রউফ রিফাত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here