নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর সাংগঠনিক অফিস উদ্বোধন ও মরনোত্তর বীমা দাবী পরিশোধ অনুষ্ঠীত হয়েছে।
রোববার উপজেলার সাহেবগঞ্জ মাসুম প্লাজায় গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জারজিজার রহমানের সভাপতিত্ব্ উেদ্বোধন ও মরনোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার জাহান লাকী। প্রধান আলোচক জেভিপি এন্ড ইনচার্জ জেএমভিপি এ্যান্ড ইনচার্জ রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সিকদার।
অন্যান্যের মধ্যে ছিলেন নওগাঁ জোনের আব্দুস সাত্তার, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস-ফা বাদল, পাঁচুপুর ইউপির চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, আত্রাই বনিক সমিতির সাধারন সম্পাদক মোর্শেদ আলম পল্টু, এভিপি এ্যান্ড ইনচার্জ, আত্রাই শাখা আলহাজ জিল্লুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার আত্রাই শাখা একেএম শামীম রেজা, রুহুল আমিন প্রমূখ।
অনুষ্ঠান শেষে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স গ্রাহক আনোয়ারার মৃত্যুতে তার মনোনীত ছেলে আলমগীর হোসেনকে ১৩হাজার ৩শত ৪০টাকা মরনোত্তর চেক প্রদান করা হয় এবং আত্রাই আহসানগঞ্জ সাংগাঠনিক অফিসের শুভ উদ্বোধন করা হয়।