নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আ,স,ম শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন,চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক পিএলসি শাখার এস.এ,ভি,পি,ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ,ঢাকা জেলা উত্তরের ইসলামী
ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড: আ: রাকিব,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রকৌশলী এনামুল হক ও পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রশিদ।

এছাড়া উপজেলা,ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রশিক্ষণ, কুরআন শিক্ষা ও সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান এবং এর মধ্য থেকে ওমরা হজ্জ্বে মনোনিত তিনজনের নাম ঘোষনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here