নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক সুমন।

বক্তব্যে তিনি বলেন, আমি ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি শেষে জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুখে-দুঃখে আপনাদের পাশে রয়েছি। আপনারা গত ৫ জানুয়ারী নির্বাচনে আমাকে ভালোবাসার চাদরে আবদ্ধ করে ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমি যেনো আপনাদের সেই ভালোবাসা অক্ষুন্ন রাখতে পারি। এসময় ছয় মাসের মধ্যে দুই উপজেলায়
চলমান উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

একইসাথে আগামী ৫ বছরের মধ্যে আত্রাই-রাণীনগর উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাংসদ সুমন।

শনিবার ২৭ জুলাই উপজেলা স্বোচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল এর সভাপতিত্বে সম্পাদক সুইট দত্তের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আব্দুল খালেক বিশা, আব্দুল মান্নান মোল্লা, আল্লামা শের ই বিপ্লব, এমএ মজিদ মিঠু, সাজেদুল ইসলাম সেন্টু, অনুপ কুমারসহ উপজেলা-ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও আ’লীগ পরিবারের সদস্যগণ বক্তব্য দেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here