নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে প্রায় সাতাশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রোববার ১৮ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি,পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ভারপ্রাপ্ত শ্যামল কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার তিনশ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৪ হাজার ৫’শ শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খায়ানো হচ্ছে।

এ কার্যক্রম শুধু ১৮ জুন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ১’শ ৯৩ কেন্দ্রের মাধ্যমে চলমান থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here