ডেস্ক রিপোর্ট::  নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি প্রায় দ্বিগুণ।

সোমবার (১২ জুন) সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে জড়ো হয়েছেন। তবে এই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটাধিকার প্রয়োগ করতে কিছুটা সময় লাগছে ভোটারদের।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার ৫৪নং কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯নং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩নং ঝাউগড়া সরকারি বিদ্যালয়, নাগের চর মাদরাসা, কৃষ্ণপুরের এনআইবি স্বপ্নডানা একাডেমি, ৮৩নং মুকুন্দি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সফর আলী কলেজ ও ৬২নং আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে ৭২টি ভোট কক্ষে আড়াইহাজার পৌরসভার মোট ২৪ হাজার ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৮ জন ও নারী ভোটার ১২ হাজার ৪১৭ জন।

আড়াইহাজার পৌর এলাকার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪নং কামরানীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়, ৯৯নং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে প্রথমবারের মতো ইভিএম এ ভোট প্রদান করায় কিছুটা সময় বেশি নিচ্ছেন ভোটাররা।

জাহানারা উচ্চ বিদ্যালযে ভোট দিতে আসা ফাতেমা বেগম জানান, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বেলা বাজে সাড়ে ১০টা, কিন্ত এখনো কেন্দ্রে প্রবেশ করতে পারিনি। এই কেন্দ্রে অনেক বেশি সময় নিচ্ছে ভোট দিতে। শুনেছি ভোটের মেশিন (ইভিএম) ঠিকঠাক কাজ করছে না, তাই সময় বেশি লাগছে।

জাহানার উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার তরিকুল আনাম চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১০টা পর্যন্ত মোট ৪টি ভোটকক্ষে ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অবস্থায় আরও অন্তত চার শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে আছেন। এই কেন্দ্রে সকাল থেকেই পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশি। কিছু ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট নিতে সমস্যা হয়েছে। আমরা তাদের ম্যানুয়ালি ভোটগ্রহণের ব্যবস্থা করেছি।

এদিকে রিটার্নিং কর্মকর্তা (জেলা নির্বাচন কর্মকর্তা, নরসিংদী) মোহাম্মদ রবিউল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, মোট ১১টি কেন্দ্রের সবকটিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ভালো। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও প্রশাসনের সদস্যরা কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here