ইমা এলিস/বাংলা প্রেস ::
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৩৯তম সম্মেলনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৯ জানুয়ারি) জর্জিয়া রাজ্যের আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে এক ‘কিক অফ’ সভা অনুষ্টিত হয়েছে।
বাংলাধারার সাধারন সম্পাদক রেজওয়ান হৃদয়ের সঞ্চালনায় ৩৯তম ফোবানা সম্মেলনের আয়োজক বাংলাধারার সৌজন্যে কিক অফ সভাটি ছিল তিন পর্বে ভাগ করা হয়। এর মধ্যে বাংলাধারার গুণীজন সম্বর্ধনা, ৩৯তম ফোবানার কিক অফ সভা ও আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্লোবাল মলের আশিয়ানার মিলনায়তনে সন্ধ্যা ৭ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাধারা তিন গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করেন। এরা হলেন-সামসুল আলম ( লেখক – সাংবাদিক) হোসনে আরা বিন্দু ( সঙ্গীতশিল্পী)  ও তাসলিমা সুলতানা  পলি ( সঙ্গীতশিল্পী),  ৩৯তম ফোবানা সম্মেলনের চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম গুণীব্যক্তিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম ও গুইনেট কাউন্টি ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান ব্লেন্ডা লোপেজ। তারা আটলান্টার বাংলাদেশি কমিউনিটির নানান কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে আসন্ন ৩৯তম ফোবানা সম্মেলনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ৩৯তম ফোবানা সম্মেলনের চেয়ারপারসন মাসুদ চৌধুরী রব,  সহ-সভাপতি এম রহমান জহির, এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর  জয়েন্ট সেক্রেটারী খালেদ আহমদ রউফ  ও ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকার।
৩৯তম ফোবানা সম্মেলনের চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী বলেন, ফোবানা এখন শুধু বিনোদনই নয় বহুমাত্রিক কাজেও জড়িত। কয়েক বছর আগের চেয়ে বর্তমান সময়ের ফোবানা অনেক গতিশীল ও সার্বজনীন হয়ে উঠেছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ, চ্যারিটিসহ উত্তর আমেরিকা কমিউনিটিতে ফোবানা একটি বৃহত্তম সংগঠনে পরিণত হয়েছে। বর্তমান কমিটির সদস্যরা খুবই কর্মঠ ও বন্ধুসুলভ তাই ফোবানায় কোন বিভাজনের আর কোন সুযোগ নাই।
ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর বলেন, প্রতিবছর ফোবানার পরিধি বাড়ছে। ফোবানা উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতিতে যেমন ভুমিকা রাখে, ঠিক তেমনি ব্যবসায়ীদের নিকটও আইকন। ফোবানা একটি বড় প্লাটফর্ম যেখানে নানা শহরের প্রতিভাবানরা আলোকিত হবার সুযোগ পান। ফোবানার নির্বাচিত নির্বাহী সংসদের সবাই খুবই আন্তরিকতার সাথে ফোবানাকে পরিচালনা করে থাকেন।
৩৯তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক নাহিদুল খান, সদস্য সচিব মাহাবুবুর ভূঁইয়া, সভাপতি ডিউক খান, প্রধান সমন্বয়কারী দিলু মাওলা এবং সিনিয়র সহ-আহ্বায়ক কাজী নাহিদ তাদের বক্তব্যে সবাইকে স্বাগত জানান। তারা আশ্বাস দেন যে এবারের আয়োজন  হবে যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ফোবানা সম্মেলন।
আটলান্টা ফোবানায় নতুনত্ব থাকবে। ফোবানাকে সার্বজনীন করার চেষ্টা অব্যাহত থাকবে।  সবার চেষ্টা থাকবে সর্বোত্তম ও একটি মান সম্পন্ন ফোবানা সম্মেলনের। আটলান্টার ফোবানায় সবচেয়ে বেশি অঙ্গরাজ্য থেকে শিল্পী-কলাকুশলীরা অংশ নেবেন। আটলান্টার সকলকে সম্পৃক্ত করেই একটি নান্দনিক ফোবানা উপহার দেবেন বলে আশা করেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here