আটক ১৬ বাঙ্গালীর মুক্তি ও অপহৃত চার বাঙ্গালী জেলে উদ্ধারের দাবীতে বরকল উপজেলায় সম-অধিকার আন্দোলনের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের কারণে নদী পথের এ উপজেলায় রাঙামাটি জেলা সদরের সাথে নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। উপজেলার গোরস্থান, ভুষণছড়া, এরাবুনিয়া, কলাবুনিয়ায় হরতাল সমর্থকরা পিকেটিং করেছে। গত মঙ্গলবার রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আবছার জানান শান্তিপূর্ণ হরতাল চলছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর বরকল উপজেলার সীমান্তবর্তী ছোটহরিনা নদী থেকে পাঁচ বাঙ্গালী জেলেকে অপহরন করে নিয়ে যায় উপজাতীয় সন্ত্রাসীরা। অপহৃত পাঁচ জনের মধ্যে একজনের লাশ পাওয়া গেলেও বাকি চারজনের কোন হদিস পাওয়া যায়নি। অপহৃতদের মুক্তির দাবীতে রাঙামাটি শহরে মিছিল করতে আসা বরকলের ১৬ গ্রামবাসীকে আটক করে পুলিশ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আলমগীর মানিক/রাঙ্গামাটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here