গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) সংবাদদাতা ::
আজ ১১ ডিসম্বর দিনাজপুরের হিলি মুক্ত দিবস। ১৯৭১‘সাল পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ আর মা-বোনদের সম্ভ্রমহানির ঘটনা ঘটতে থাকে। একপর্যায় পাকসেনারা পিছু হটলে আজকর এই দিনে শক্রমুক্ত হয়ছিল দিনাজপুরের সীমান্তবর্তী হিলি।
১৯৭১ সালে এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল চরম সাহসিকতা সাথে। পাক হানাদার বাহিনী মেতে উঠছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিল নিরীহ সীমান্তবর্তী হিলিবাসীর ওপর। প্রায় এক কিলামিটার সুড়ঙ্গ করে যুদ্ধ করেছিল হানাদাররা। হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সাথ প্রচন্ড সম্মুখ যুদ্ধ হয়।
সেই যুদ্ধে এখানে শহীদ হয়েছিল ৩৪৫ জন মুক্তিসেনা। আহত হয় আরো অন্তত ১৪’শ জন। দুই দিনের প্রচন্ড যুদ্ধ ও তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। আজকের এই দিনে আনন্দ উল্লাসে লাল সবুজের পাতাকা উড়িয় দেয় এলাকাবাসী।
এদিকে স্থানীয় মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা লিয়াকত আলী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, মিত্র বাহিনীসহ সকল শহীদদের স্মরণ এখানে নির্মান করা হয়েছে স্মতিস্তভম্ভ “সম্মুখ সমর”। প্রতিবছর মুক্তিযোদ্ধারাসহ এলাকাবাসী নিহত মুক্তিসেনাদের স্মতি চারণ, রুহের মাগফরাত কামনা, র্যালী, আলাচনা সভা সহ বিভিন কর্মসুচির মাধ্যম দিনটি পালন করে।