স্টাফ রিপো্র্টার :: আজ ৬ আগষ্ট, ২০২২ শনিবার মরহুম তসলিমউদ্দীন আহমেদের (লেদার টেকনোলজিস্ট) ১২তম মৃত্যু বার্ষিকী। তিনি চটধগ্রাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম ডাঃ আলতাফউদ্দীন আহমেদের ২য় সন্তান ছিলেন। তাঁর সহধর্মিনী ইয়াসমিন আহমেদ মরহুমের তাঁর আত্নার মাগফেরাত কামনার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।