নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং তিনজন নির্বাচন কমিশনার বৃহস্পতিবার শপথ নেবেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কমিশনারদের শপথবাক্য পাঠ করাবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার এবং তিন কমিশনারকে শপথ পাঠ করানো হবে। এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ পরে শপথ নেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। এ ছাড়া চার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাভেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার