ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আজ (২ নভেম্বর) এসময়ের জনপ্রিয় ও প্রতিভাবান কবি ও কথাসাহিত্যিক তাহমিনা শিল্পীর জন্মদিন। আজকের এই দিনে তিনি মাদারীপুর জেলার রাজৈরে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়।

কবি তাহমিনা শিল্পীর শৈশব ও কৈশোরের সাথী ছিল পদ্মার অন্যতম শাখা কুমার নদ ও তাঁর দাদা বাড়ীর গ্রামের নান্দনিক পরিবেশ। শৈশবের সুন্দর স্মৃতি, উদার প্রাকৃতিক পরিবেশ কবিকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। তাই কবির লেখায় মানুষ ও প্রকৃতির কথা সুষ্পষ্ট।

কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, ভ্রমন গদ্য ও শিশুসাহিত্যে তিনি সদর্পে আপন প্রতিভার স্বাক্ষর রেখে, দু’পার বাংলার জাতীয় দৈনিক সহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। এ পর্যন্ত তাঁর একক ১৩টি গ্রন্থ প্রকাশ হয়েছে। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থাবলি হলো, কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে (কবিতা), প্রণয়ের জলবাড়ি (কবিতা), টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম (কবিতা), ওত পেতে আছে মাতাল জোছনা (কবিতা)। হৃদয়পুরের চুপকথা (ছোটগল্প), আলতাদিঘির লালটিপ (ছোটগল্প), আধ পাগলা জাকির হোসেন (ছোটগল্প), লাল লিপস্টিক (ছোটগল্প), তমালের সুন্দরি হাঁস (শিশুতোষ গল্প), পুষ্পিতা ও নীল প্রজাপতি (শিশুতোষ গল্প) এবং খরগোশছানা ও বুদ্ধিমান টুনটুনি (শিশুতোষ গল্প),পুষ্পিতা ও নীল প্রজাপতি (শিশুতোষ গল্প), অর্পণ ও কাঠবিড়ালি (শিশুতোষ গল্প) প্রভৃতি। তাঁর সম্পাদিত গল্প গ্রন্থ ‘বুনো বাতাসের গল্প’ বেশ সাড়া জাগিয়েছে। এছাড়াও আগামী বইমেলায় তাঁর আরও দুটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন, সমতটের কাগজ পুরস্কার, বাংলাদেশ নারী লেখক সোসাইটির ভালোবাসার গল্প ইভেন্ট পুরস্কার ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পুরস্কার, এন আর বি প্রতিভা প্রকাশ লেখক পুরষ্কারসহ বেশ কিছু সম্মাননা তিনি পেয়েছেন। আরও পেয়েছেন বেশ কিছু বিশেষ সম্মাননা।

জন্মদিনে ইউনাইটেড নিউজ ২৪ পক্ষ থেকে কবিকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দোয়া করি তিনি সুস্থ, সুন্দর দীর্ঘায়ূ হোন এবং সৃজনে অটুট থাকেন। তাঁর ধাঁরালো অস্ত্র কলম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here