পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে স্থান করে দেয়ার শেষ দিন আজ। বাংলাদেশের সময় বিকেল ৫টা ১১ মিনিট (গ্রিনিচ মান সময় বেলা ১১টা ১১ মিনিট) পর্যন্ত ভোট দেয়া যাবে সুন্দরবনকে। আর ফলাফল জানা যাবে রাতেই।

শেষ সময়ের আগ মুহূর্ত পর্যন্ত ওয়েবসাইট, ফেসবুক, এসএমএস ও টেলিফোনের মাধ্যমে সুন্দরবনকে ভোট দিতে পারেন আপনিও।

আনুষ্ঠানিক ওয়েবসাইট থেকে ভোট দেয়ার নিয়ম হলো- www.n7w.com বা www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে একটি ই-মেইল ঠিকানা থেকে একবার করে সাতটি স্থানকে ভোট দিতে হবে।

বাংলাদেশ থেকে এসএমএস করতে হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SB লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩৩৩ নম্বরে।

বিদেশ থেকে এসএমএস ভোট দিতে হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SUNDARBANS এরপর +২৪৮৯ ৮৮৮৮৮ নম্বরে তা পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক এসএমএস চার্জ প্রযোজ্য হবে।

এর পাশাপাশি যেসব দেশে স্থানীয় এসএমএসে ভোট দেয়ার সুযোগ আছে, সেসব দেশ থেকে স্থানীয় এসএমএসেও ভোট দেয়া যাবে।

আর টেলিফোনে ভোট দিতে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০, +১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০, +৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০ নম্বরগুলোর যেকোনো একটিতে কল করতে হবে। এরপর একটা বার্তা শোনা যাবে। তারপর একটা সংকেত বাজলে তখন ৭৭২৪ নম্বর চাপতে হবে সুন্দরবনের জন্য।

ফেসবুক ব্যবহার করে www.facebook.com/new7wondersofnature পেইজ থেকে ভোট দেয়ার সুবিধা আছে।

সুইজারল্যান্ডভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের আয়োজনে এ প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন প্রথম থেকেই শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। বাংলাদেশ ও ভারতের ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন দ্বিতীয় পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠা ২৮টির মধ্যে একটি।

৫ নভেম্বর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ২৮টি স্থানের মধ্যে এগিয়ে থাকা ১০টি স্থানের তালিকায়ও সুন্দরবনের ঠাঁই হয়েছে।

প্রাকৃতিক সপ্তমাচার্য নির্বাচনে গত বুধবার থেকে আন্তর্জাতিক এসএমএস ভোট চালু হয়েছে। ফলে পৃথিবীর যেকোনো জায়গা থেকেই প্রবাসী বাংলাদেশীসহ যে কেউ এসএমএস করে সুন্দরবনকে ভোট দিতে পারবেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এমএ মামুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here