শৈত্য প্রবাহে বরিশালের আগৈলঝাড়ায় এক ভ্যান চালকসহ ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের দরিদ্র ভ্যান চালক জাফর মোল্লা (৩৫) ভ্যান চালাতে গিয়ে শীতের তীব্রতায় অসুস্থ হয়ে পরলে বাড়ি গিয়েই মৃত্যুর কোলে ঢলে পরেন। এছাড়া ২১ ডিসেম্বর বুধবার উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের জগদীশ চন্দ্র হালদার (৬৫) শৈত্য প্রবাহের কারনে নিজ বাড়িতে মারা যায়।কয়েক দিনের চলমান শৈত্যপ্রবাহে বরিশালের নিম্ন আয়ের লোকজন শীতে কাবু হয়ে পরেছে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। সরকারীভাবে নামমাত্র কম্বল বরাদ্দ এলেও তা এখনও বিতরণ করা হয়নি। এছাড়া বেসরকারীভাবেও শীতার্তদের মধ্যে কোন শীতবস্ত্র বিতরণের খবর উদ্যেগ নেয়া হয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল