বাড়ির পুকুরের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় গৌরাঙ্গ হালদার নামের এক দিনমজুর নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরবাড়ি গ্রামে।
ওই গ্রামের সাধন হালদার জানান, বাড়ির পুকুরের মালিকানা নিয়ে একই বাড়ির অম্বরিশ ও সুধীন হালদারের সাথে তার (সাধন) ও গৌরাঙ্গ হালদারের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে গতকাল শনিবার সকাল নয়টার দিকে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে অম্বরিশ ও তার লোকজনে সাধন ও গৌরাঙ্গর ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই গৌরাঙ্গ হালদার (৫৫) মারা যায়। খবর পেয়ে শনিবার দুপুরে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধারসহ অম্বরিশ ও সুধীন হালদারকে আটক করেছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল