আগৈলাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলা শিশুসহ আহত হয়েছে ১৩ জন। গুরুতর আহত ৫ জনকে গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত সূত্রে জানাগেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে অন্তর করের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল প্রতিপক্ষ নিপুল চন্দ্র করের স্ত্রী অনিতা, মেয়ে ঈশীতা, ভাইয়ের স্ত্রী অনিতা, মিনতী, আকাশ, শ্যামলী, লিজা বৈদ্য, আশালতা, শোভা কর, সরস্বতীসহ ১২ জনকে মারধর করে আহত করেছে। গুরুতর আহত অনিতা, ঈশীতা, অনিতা, আশালতাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও মিনতিকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষ সোমবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে একই দিনে পূর্ব শত্রতার জের ধরে উপজেলার পয়সারহাট বাসষ্ট্যান্ডে সবুজ প্রতিপক্ষ বাগধা গ্রামের আরিফ সরদারকে মারধর করে গুরুতর আহত করে। আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল