ডেস্ক রিপোর্ট::  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এমপি জর্জ এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, না কি গহিন অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হবে তা আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার কথা মাথায় রেখে দেশের সচেতন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

এমপি জর্জ বলেন, দেশ বিরোধীরা এখনো দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য তারা কোনো সুবিধা করতে পারেনি। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ বিরোধীদের রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, পান্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা চুন্নু, কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ আলম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here