ডেস্ক রিপোর্ট:: তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিল টিবিগেট প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা, হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে, ভারতীয় আগ্রাসন মানি না মানবো না, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত ইত্যাদি প্রতিবাদ মূলক স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজের সমন্বয়ক সুজন মিয়া বলেন, আগরতলায় উপ-হাইকমিশনে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত তার নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সেনাবাহিনী শান্তি রক্ষায় বিশ্বের রোল মডেল, ভারতের এ ধরনের আচরণ বন্ধ করা উচিত।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। অতীতেও তারা আমাদের আন্দোলন ও গণহত্যার সময় নীরব থেকেছে। এ ধরনের আচরণ তাদের চরম মূল্য দিতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে ডেপুটেশন জমা, মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে সোমবার (২ ডিসেম্বর) হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here