ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) আখের অভাব ও যান্ত্রিক ত্রুটির কারণে চালু হবার ৩ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে। তবে দুপুর পর্যন্ত আখের সমস্য মিটে গেলেও বয়লারে যান্ত্রিট ত্রুটির কারণে মিলটি চালু হচ্ছে না।
মোচিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন জানান, পুর্জি পেয়েও আখচাষিরা ধান তোলার কাজে ব্যস্ত থাকায় পুর্জি ফেল করেছে। এ জন্য আখের অভাবে মাড়াই সাময়িক বন্ধ রাখা হয়। তিনি আরো জানান বেলা ১.৩০ নাগাদ আখের সমস্যা মিটে গেলেও বয়লারে ত্রুটির কারণে আখ মাড়াই বন্ধ রাখা হয়েছে।
তিনি আশা করেন এরপরও রোববারের টার্গেট ১২’শ টন আখ মাড়াই করে ধারাবাহিকতা বজায় রাখা হবে। এমডি আমজাদ হোসেন জানান, ষ্টিম ছাড়া হয়েছে, খুব দ্রুত মিলটি চালু করা হবে।
মোচিকের সিবিএ কর্মকর্তা সেলিম হোসেন জানান, মিলগেট এলাকার চাষিরা আখ কাটা বন্ধ রেখে ক্ষেতের ধান তোলা নিয়ে ব্যস্ত। এছাড়া মোবাইলের মাধ্যমে পূর্জি দেওয়ায় অনেক ত্রুটি ও ঝামেলা হচ্ছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ