শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। দুপুর ১টা ৫মিনিটে এ মোনাজাত শুরু হয়ে তা ১টা ২৫মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা জুবিইরুল হাসান। এসময় দেশ ও জাতির কল্যাণ কামণা করা হয়। সেই সাথে মুসল্লিদের আমিন ধ্বনিতে তুরাপ তীর মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য মোনাজাতে অংশ নিতে ভোর হতে লাখো মুসল্লি বাস, ট্রেন ও পায়ে হেঁটে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টঙ্গীর তুরাগ পাড় ও এর আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়।

আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সকাল থেতে মোনাজাত পর্যন্ত গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্রও চালু রয়েছে। এছাড়া খাবার পানি সরবরাহ ও স্যানিটেশনসহ অন্যান্য সুযোগ সুবিধা ছিল চোখে পড়ার মতো।
গত বছরের মতো এবারো ২ ধাপে ইজতেমা শেষ হচ্ছে। প্রথম ধাপ ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাপ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here