ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
অনতিবিলম্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (০৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা আওয়ামীলীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির পাশাপাশি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাকে আওয়ামীলীগ ও ভারতের দোসর হিসেবে আখ্যা দিয়ে বয়কটেরও ডাক দেন এবং প্রথম আলো পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান।
এসময় শিক্ষার্থীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, জাপা লীগ বিদায় করো’, ‘আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘স্বৈরাচারের দোসরেরা, হুশিয়ার সাবধান’ ও ‘দালালদের ঠিকানা, এই দেশে হবে না’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বর্তমান সময়ে এসে সন্ত্রাসী ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা জাপা-বিএনপিসহ বিভিন্ন দলে আস্তানা গেড়েছে। তারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাপাকে তারা আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে। কারণ জাতীয় পার্টি ২০০৯ সালের পাতানো নির্বাচন, ২০১৪ সালের বিনা ভোটের এমপি এবং ২০১৮ সালের নিশি রাতের এমপি ভোটের অন্যতম সহযোগী। জাপার ক্ষোভ হলো তারা তাদের সহযোগী আওয়ামী লীগকে পাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ বড় ভূমিকা রাখবে। ইতিমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণহত্যার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা চালানো হচ্ছে। তাদের হুশিয়ার করে দিতে চাই, বুকচেতিয়ে কথা বলবেন না, আপনারা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী  আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন। যদি গলা উঁচিয়ে কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ তার ব্যবস্থা নিবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here