বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুজ্জামান দুদু আওয়ামীলীগ সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেছেন, এ সরকার কোনো নির্বাচনী ওয়াদা রক্ষা করতে পারেনি। ১০ টাকা কেজি চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেয়ার অঙ্গীকার পুরনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি আর প্রশাসনকে দলীয়করণ করেছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনীয়ায় ছাত্রদলের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন, প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দীন।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here