স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিগত জোট সরকারের লোকজন ইউনিয়ন পরিষদের অফিসকে তাস খেলার ঘরে পরিনত করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিষদের ভবনকে ঢেলে সাজানো হয়েছে। আওয়ামীলীগ সরকার বোমাবাজির রাজনীতি করে না। তিনি বলেন, সব সময়ই উন্নয়নের রাজনীতি করে। সরকার যখন উন্নয়ন কর্মকান্ড নিয়ে ব্যস্ত সেই সময় অযথা আন্দোলন করে রিরোধীদল উন্নয়ন ব্যাহত করতে চায়। বর্তমান সরকার যে কোন কিছুর বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ করবে।

তিনি শনিবার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন। দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সাহিদা মোশারফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া প্রমুখ। জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছে । আমাদের নেত্রী নির্বাচনের আগে জনগনের নিকট ওয়াদা করেছিল আওয়ামীলীগ ক্ষমতায় গেলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক প্রতিটি ঘরে ঘরে আর্সেনিক মুক্ত স্থাপনের কাজ চলছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here