নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫বছর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নীলফামারীর ১১জন প্রবীন আওয়ামীলীগ নেতাকে সম্মাননা প্রদান করেছে নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগ। গতকাল বিকেলে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন বিশেষ অতিথি থেকে।
অনুষ্ঠানে আওয়ামীলীগের রাজনীতিতে অসামান্য অবদান রাখায় এমদাদুল কবির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফজল ফজু, বীর মুক্তিযোদ্ধা আবু হাসান মোহাম্মদ ইলিয়াস, মমিন উদ্দিন আহমেদ, হাসিনা আহমেদ, শওকত হোসেন, আব্দুল হান্নান শাহ, মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অধ্যাপক শামীমা রহমান ও তাসকিনা রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আসাদুজ্জামান নূর।
এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মাটি ও মানুষের সাথে মিশে আছে। প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে উন্নয়ন ও পরিবর্তনের ক্ষেত্রে আওয়ামীগের অবদান রয়েছে।
আওয়ামীলীগের কারণে বাংলাদেশ বিশ্বের সুনাম বয়ে এনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং দেশের মানুষের আস্থা ও বিশ^াসের প্রতিক। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পিরা।
নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫বছর স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।