বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়কে ভেঙে পৃথক দুটি মন্ত্রণালয় করা হয়েছে।
নতুন দুই মন্ত্রণালয় হলো, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
রোববার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এরআগে একইদিন যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে যোগাযোগ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় নামে দুটি পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, রুলস অব বিজনেসের রুল-৩ ক্ষমতাবলে সরকার এ দুটি মন্ত্রণালয় গঠন করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা