মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবী বৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার দুই শতাধিক আইনজীবী অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাইফুল ইসলাম আলিফকে ইসকনের কর্মীরা হত্যা করেছে বলে দাবি করেন। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তা নিষিদ্ধ করার পাশাপাশি আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি সোলাইমান বিশু আরিফুর রহমান দোলনসহ অন্যরা।