ডেস্ক রিপোর্ট:: ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যার পর পরিত্যক্ত হওয়া বেলজিয়াম ও সুইডেনের ইউরো বাছাইয়ের ম্যাচটি ১-১ ড্র হিসেবে গণ্য করা হয়েছে। দুই দলকেই দেওয়া হয়েছে এক পয়েন্ট করে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায়, তাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘এফ’ গ্রুপের ম্যাচটি পুনরায় হবে না।
দুই দলের পয়েন্ট ভাগাভাগি হলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর টিকেট আগেই নিশ্চিত করেছে বেলজিয়াম। সুইডেন মূল পর্বে উঠতে পারবে না।
বেলজিয়ামের রাজধানীতে গত সোমবার রাতে ম্যাচটি শুরু হওয়ার আগে ওই হামলার ঘটনা ঘটে। প্রথমার্ধ শেষে বিরতির সময় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন স্কোরলাইন ছিল ১-১-।
ওই হামলায় সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা ও অপর একজনকে আহত করার পর সন্দেহভাজন হামলাকারী পালিয়ে যায়। হামলার পর এক ব্যক্তি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেন।