স্টাফ রিপোর্টার :: ‘অ্যাকশনএইড ইয়ং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন পাঁচ সাংবাদিক। যুব জনগোষ্ঠী সম্পৃক্ত এজেন্ডা বাস্তবায়ন ও যুব সাংবাদিকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এ পুরস্কার প্রবর্তন করেছে অ্যাকশনএইড বাংলাদেশ।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই বিভাগে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ তুলে দেওয়া হয়।

এ ছাড়া অ্যাকশনএইড প্রবর্তিত যুব সাংবাদিকদের ফেলোশিপ বিজয়ীদের হাতেও এ সময় সনদপত্র তুলে দেওয়া হয়।

সামাজিক পরিবর্তনে যুব নেতৃত্ব বিভাগে পুরস্কৃত হয়েছেন জাহিদুর রহমান (সমকাল), ফাহিম রেজা শোভন (ঢাকা ট্রিবিউন) ও ম্যাথিউস চিরান (ডেইলি স্টার)। শোভন কাজ এবং অর্থনৈতিক সুযোগ বিভাগে এএসএম আতিক (এনটিভি) ও মোরশেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েন্টিফোর) পুরস্কৃত হয়েছেন।

ফেলোশিপ বিজয়ীরা হলেন- জাহিদুর রহমান (সমকাল), রাসেল আহসান হাবীব (ডেইলি স্টার), ফারহানা হক নীলা (মোহনা টেলিভিশন), হরিপদ সাহা (সময় টেলিভিশন) এবং মোসাব্বির হোসেন (প্রথম আলো)।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ।

বিচারক প্যানেলের প্রধান সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিচারক প্যানেলের সদস্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র এডিটর বোরহানুল হক সম্রাট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আজগর আলী সাবরী।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here