সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে গরীব দুস্থ অসহায় রুগ্ন অসুস্থ মানুষের সাহায্যার্থে গলাচিপা -দশমিনা নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী- ১১৩(৩) আলহাজ্ব এস এম শাহজাদা সোমবার গলাচিপা উপজেলার ৬০ জন অসহায় অসুস্থ গরীব মানুষের মাঝে নগদ টাকার চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সর্ব ক্ষেত্রে সহায়তা দিয়ে কল্যাণ করে যাচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল ,জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন শানু ঢালী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব মোল্লা, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক  মু:খালিদ হোসেন মিল্টন প্রমুখ।
সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। সার্বিক সহযোগিতা ও আয়োজনে দায়িত্ব পালন করে উপজেলা প্রশাসন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here