বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে দুর্ঘটনাকবিলত লঞ্চটি উদ্ধার করা হয়েছে।বরিশাল থেকে যাওয়া লঞ্চ পারাবাত-২ এর মাধ্যমে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় দুর্ঘটনাকবিলত লঞ্চ সুন্দরবন-৮ উদ্ধার করা হয়।উদ্ধারের পর সুন্দরবন-৮-এর যাত্রীদের নিয়ে পারাবাত-২ বরিশালের উদ্দেশে রওনা দেয়। একইসঙ্গে সুন্দরবন-৮ও পারাবাতের পিছু পিছু বরিশালের উদ্দেশে রওনা দেয়।ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৮ নামের লঞ্চটি বুধবার রাতে বিপরীত দিক আসা সারবোঝাই কার্গোর ধাক্কায় সামনের অংশের তলা ফেটে প্রায় এক হাজার যাত্রী নিয়ে মেঘনা নদীতে ডুবতে বসে। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর এক কুড়িয়া ইউনিয়নের ডাকপুর গ্রাম এলাকায় বুধবার দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে।লঞ্চটি ডুবে যাওয়ার উপক্রম হলে সেটি দ্রুত চালিয়ে একটি চরে তুলে দেওয়া হয়। তাই পানি ঢুকতে পারেনি লঞ্চের ভেতর।এদিকে, ঘটনার পরপরই লঞ্চের যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। অনেকেই ঝাঁপ দিয়ে নদীতে পড়ে বলে চঞ্চ থেকে একাধিক যাত্রী জানান।এর আগে লঞ্চটির মালিক বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, যাত্রীরা নিরাপদ রয়েছেন। তাদের উদ্ধারে পারাবত-২ লঞ্চ পাঠানো হয়েছে।দুর্গম এলাকায় এ ঘটনা ঘটেছে বলে সত্যিকারের পরিস্থিতি জানা যায়নি।তবে উদ্বারকাজে যাওয়া লঞ্চটিতে সাংবাদিকরা যেতে চাইলে তাদের এড়িয়ে যান সাইদুর রহমান রিন্টু।লঞ্চটির সুপারভাইজার জাকারিয়া জানান, যাত্রীদের মধ্যে প্রাথমিকভাবে আতঙ্ক বিরাজ করলেও পরে তারা শান্ত হয়।বরিশাল থেকে উদ্ধারকারী লঞ্চটি ঘটনাস্থলে পৌঁছুতে আড়াই ঘণ্টা লেগে যায় বলে জানান তিনি।লঞ্চের ধাক্কায় সারবাহী কার্গোটি সামনের অংশ ডুবে পেছনের অংশ ভেসে ছিল বলে জানান জাকারিয়া।তিনি জানান, নদীর ওই অঞ্চলে পানি বেশি গভীর না হওয়ায় ও কাছাকাছি চর থাকায় হাজার যাত্রী নিয়ে লঞ্চটি নিরাপদে অবস্থান নেয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল