গাজীপুর : ১৮ দলের ডাকা হরতালের তৃতীয় দিনে বুধবার ভোরে দুবৃত্তরা ঢাকা-চট্রগ্রাম রেলপথের টঙ্গী-পূবাইল স্টশনের মাঝামাঝি জায়গায় রেললাইনের ফিশ প্ল্যাট খুলে ফেলায় ঢাকা-চট্রগ্রাম রেলরুটে দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
চালকের সচেতনতার জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রড়্গা পেয়েছে তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেন ও যাত্রীরা।
পূবাইল স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল ৫টা ৪৮মিনিটে পূবাইল-টঙ্গী স্টেশনের মাঝামাঝি জায়গায় মাঝুখান-নিমতলী এলাকায় বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে রেললাইনের কয়েকটি ফিশ পস্ন্যাট তুলে ফেলে।
বুধবার সকাল ৫টা ৪৮মিনিটে ঢাকাগামী আন্ত:নগর তূর্না-নিশিতা এক্সপ্রেস ট্রেনটি পূবাইল থেকে ছেড়ে যাওয়ার পর মাঝুখান এলাকায় জনতার ভীড় দেখে থেমে যায়। এরপর পূবাইল স্টেশনে আটকে পড়ে ঢাকাগামী চট্রগ্রাম মেইল।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার সরদার জিয়া উদ্দিন জানান, ফিস প্ল্যাট মেরামতের কাজ শেষ হলে সকাল সোয়া ৭টায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
মোসাদ্দেক হোসেন/