গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

প্রতিদিনের মতো ছোটন মুন্সি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। অপর কক্ষে তার স্ত্রী মিনারা আক্তার, ৫ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার ও শ্বাশুড়ি মিনারা আক্তার ঘুমিয়ে পড়েন। গভির ঘুমে যখন আচ্ছন্ন হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় তার। কিছু বুঝে ওঠার আগেই শুনতে পান পাশের ঘরে চিৎকার, কান্নাকাটি। গিয়ে দেখেন একটি ট্রাক তার ঘরে উপর উল্টে গিয়েছে। চালার নিচে চাপা পড়ে আছেন তার স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়ী। এরপর তিনি চিৎকার করতে থাকেন প্রতিবেশীরা টের পেয়ে ছুটে আসেন। তাদের সহযোগীতায় একে একে স্ত্রী সন্তান ও শ্বাশুড়িকে উদ্ধার করেন। ভর্তি করান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কথা গুলো বলছিলেন দিনাজপুরের সীমান্তবর্তী হিলির সিপি রোডের বাসিন্দা ছোটন মুন্সি।

গতকাল রাত সাড়ে ১২ টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী একটি মুরগীর খাদ্য বোঝাই
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ঘরে উপরে উল্টে যায়। এতে ঘরের টিনের চালা ও দেয়াল ধ্বসে পড়ে তারা আহত হন।

সিপি রোডের বাসিন্দা জাবেদ হোসেন রাসেল জানান,রাতে চিৎকার শুনে এসে দেখেন একটি ট্রাক উল্টে ওই বাড়ির একটি কক্ষে উপর পড়ে আছে। সেখান থেকে একে একে তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুন্নাহার আজাদী রিয়া জানান,বুধবার রাত পৌনে ১ টায় থেকে দেড়টা পর্যন্ত ওই বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাকিমপুর থানা ওসি দুলাল হোসেন জানান,ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিপি রোডের বাসিন্দা ছোটন মুন্সির বাড়ি উল্টে গেলে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। সেই সাথে ট্রাক চালক ও হেলপার সনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here