আ হ ম ফয়সল, ঢাকা
বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৪২টি নতুন বই এসেছে। মেলায় দর্শণার্থী ও ক্রেতাদের উপসি’তি স্বাভাকি ছিল। বিকেলে গ্রন’মেলার মূলমঞ্চে আয়োজিত ‘ভাষা-আন্দোলনের ষাট বছর’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ভাষা-আন্দোলনের প্রারম্ভিক পর্বে ছাত্রদের সাথে রাজনীতিবিদদের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন’ ১৪৪ ধারা ভঙ্গে ছাত্রদের ঐতিহাসিক সিদ্ধানে-র ফলে ছাত্রদের সীমিত বৃত্ত ভেঙে ভাষা-আন্দোলন পরিণত হয় ছাত্র-জনতার মিলিত আন্দোলনে। ভাষা-শহীদ হিসেবে আমরা মাত্র কয়েকজনের নাম উল্লেখ করলেও প্রকৃত অর্থে বাঙালি জাতির অসি-ত্ব রক্ষার এই আন্দোলনে শহীদের সংখ্যা ছিল অনেক। অনেক শহীদের লাশ গুম করে দেয় পাকিস-ান সরকারের নিষ্ঠুর পুলিশ বাহিনী। তিনি বলেন, ভাষা-সংগ্রামের মধ্য দিয়েই পূর্ব বাংলার বাঙালিরা শিক্ষা-সংস্কৃতি রক্ষার সংগ্রাম এবং চূড়ান-ভাবে রাজনৈতিক মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করে। রাষ্ট্রভাষা আন্দোলনের রক্তরঞ্জিত রাজপথ বেয়ে বাঙালি জাতি পৌঁছে যায় স্বাধীনতার বৃহত্তর সড়কে।
সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমাদের ভাষার সংগ্রাম এখনও চলছে। আমরা এখনও দেশের সর্বস-রে বাংলার প্রচলন করতে পারিনি, পারিনি সব মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করতে। ভাষা-আন্দোলনের ষাট বছরে দাঁড়িয়ে তাই ইতিহাসের পর্যালোচনার পাশাপাশি আত্মমূল্যায়নও অত্যন- জরুরি।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি বই হচ্ছে- বাংলা একাডেমীর ফোকলোর, বাংলা প্রকাশ’র ছেলেবেলার ছেলেমেলা, গ্রন’ প্রকাশ’র যাপিত জীবন, বিজ্ঞান একাডেমী’র স্কুল সাইন্স ফেয়ার প্রজেক্ট-সমুদ্র, শুদ্ধস্বর’র দাসখত, ঐতিহ্য’র পৃথিবীর পরিচয়, শাখামৃগ, মৌলি প্রকাশনী’র গণতন্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ, গণতন্ত্র ও ইতিহাস, অন্যপ্রকাশ’র একদিন কপোতাক্ষ ও অন্যান্য গল্প, সরলরেখা বক্ররেখা, বারোজন খ্যাতনামা ব্লগার, উপন্যাস।