শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর)  প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস‍্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের সপ্তাহব‍্যাপী শুরু হওয়া কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
এগুলো হলঃ সপ্তাহের ১ম দিন সাংবাদিকদের সাথে মত বিনিময় ও মাইকিং এর মাধ্যমে প্রচারণা, ২য় দিন র‍্যালি,উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, গ্রুপ/এককে মৎস্য পুরস্কার প্রদান, নওয়াপাড়া সরকারি কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্তি, মৎস সেক্টরে বতর্মান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৩য় দিন ভবদহ মৎস‍্য আড়ত পায়রা’য় প্রান্তিক পর্যায়ে মৎসচাষী মৎস্যজীবীদের সাথে মত বিনিময়, ৪র্থ দিন সম্ভাব‍্য স্থানে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, ৫ম দিন বাগদাহ বিল কৃষি ও মৎস‍্য উন্নয়ন প্রকল্প অফিস চলিশিয়া’য় চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ৬ষ্ট দিন উপজেলা পরিষদ সভাকক্ষে সুফলভোগীদের প্রশিক্ষণ / বিভিন্ন উপকরণ বিতরণ, ৭ম দিন জাতীয় মৎস‍্য সপ্তাহের মূল‍্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
এ সময় মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমি  অত্র উপজেলায় যোগদানের পর মৎস‍্য আইন ২০১০ প্রয়োগ করে ঘের-পুকুরে মুরগির দূষিত লিটার ব‍্যবহারকারীদের ২ লক্ষাধিক টাকা জরিমানা করেছি, উপজেলা সহকারি ভূমি কমিশনারের অনুমতি ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তন শাস্তিযোগ‍্য অপরাধ।
মৎস‍্য সপ্তাহ’২২ উপলক্ষ্যে মতবিনিময় সভায় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস‍্যজীবি লীগের সভাপতি এস.এম রিপন, অভয়নগর রিপোর্টাস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক’র অভয়নগর প্রতিনিধি বদরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here