ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ৯৩ বছর বয়সী মাসুদ আলী খানকে  তার বাসভবনে দেখতে যান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। রাজধানীর গ্রীণ রোডস্থ বাসায়  গিয়ে  মহাপরিচালক প্রবীন এ অভিনেতার খোঁজখবর নেন এবং আরোগ্য কামনা করেন। 

এসময় জামিল আহমেদ বলেন, ‘মাসুদ আলী খান একজন বিখ্যাত বলিষ্ঠ অভিনেতা, আমি উনার সাথে সরাসরি উনার সাথে কাজ করতে পারিনি। একটা নাটক করার সুযোগ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি ।

মহাপরিচালক বলেন,কিন্তু আমি ওনাকে চিনি একজন বলিষ্ঠ অসাধারণ অভিনেতা হিসেবে। উনার মূল যে অবদান তা হচ্ছে, ১৯৫৬ সালে যে ড্রামা সার্কেল তৈরি হয়েছিল, উনি ড্রামা সার্কেলের একজন অভিনেতা ছিলেন। ১৯৫৬ সালে নতুন, আধুনিক দৃষ্টিভঙ্গি সম্বলিত নাট্য চর্চা ড্রামা সার্কেলই শুরু করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণরাই এই দলটা তৈরি করে। যেখানে সৈয়দ মাকসুদুস সালেহীন, আবু জাফর ওবায়দুল্লাহ খান, তৌফিক আজিজ খান, বজলুল করিম  এরাই ছিলেন এর নেতৃত্বে। এই ড্রামা সার্কেলে মাসুদ ভাই অভিনয় করেছেন,  এবং এই ড্রামা সার্কেলটাই বাংলাদেশের নতুন ও আধুনিক নাট্যচর্চার সুত্রপাত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here