শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪’র আজ শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ০৩.৩০ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আহমেদ, যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আবু নওশাদ, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু প্রমুখ।
এছাড়া অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা দল, রাজবাড়ী জেলা দল, ঝিনাইদহ জেলা দল, সিরাজগঞ্জ জেলা দল, শেখ কামাল স্মৃতি সংসদ(খুলনা), খুলনা বিকেএসপি, যশোর শামসুল হুদা একাডেমি ও স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশসহ মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।
উদ্ভোধনী ম্যাচের শুরুতেই নওয়াপাড়া ফুটবল একাদশ সিরাজগঞ্জ ফুটবল একাদশকে ১টি গোল দিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। শেষ পযর্ন্ত নওয়াপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলে সিরাজগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।
ফুটবল টূর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস সব ম্যাচ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন