শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোর অভয়নগরে সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে ১১ নং বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর সোমবার বিকাল ৪.০০ টায় অভয়নগর থানা পুলিশের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) জাহিদ হাসান সোহাগ, আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, অভয়নগর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার অলি আহম্মাদ খান, সিদ্দিপাশা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার দুলাল চন্দ্র অধিকারী, স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে এবং এর সুফল জনগণ পাচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার সামাজিক শৃঙ্খলা, অপরাধ-সহিংসতা দমন, মাদক-চোরাচালান নির্মূলে প্রযুক্তিগত সুবিধা প্রদান করায় অতীত থেকে বতর্মানে পুলিশ অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। জরুরী সেবা দিতে পুলিশ এখন জনগণের নিকট দ্রুত পৌছায়, ৯৯৯ তার উপযুক্ত প্রমাণ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here