শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে সারা দেশের ন্যায় অভয়নগরে প্রাণী সম্পদ প্রদর্শনী’২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১.০০ টায় অভয়নগর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান এসএম মোজাফফর আহমেদ’র সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
উপজেলা ইউ, এন, ও মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, চলশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আবদুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমান আরা,
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুজার সিদ্দিকী, সফল খামারী হিসাবে নিজেদের সফলতার গল্প তুলে ধরেন খামারি নমিতা মল্লিক ও বিশ্বজিৎ মল্লিক।
সভাপতি তার বক্তব্যে আধুনিক বাংলাদেশে আধুনিক ভাবে পশু পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
বক্তব্য শেষে অতিথি বৃন্দ প্রদর্শনী পরিদর্শন করেন।