
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে চাঁদাবাজদের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মোঃ মাহমুদ রব্বানী রিফাত(২৫) নামে এক নিরপরাধ ব্যক্তি। সে উপজেলার গুয়াখোলা(প্রফেসরপাড়া) গ্রামের মোঃ রুহল আমিন পাটোয়ারীর পুত্র।
অভয়নগর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৫.৩০ টার সময় উপজেলার গুয়াখোলা(ডিএনএ মোড়) গ্রামের তৈহিদুল ইসলাম (৩০), গুয়াখোলা(বোয়ালমারি পোল) এলাকার মোঃ খায়রুল ইসলাম (২৫) ৪/৫ জন অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে বাদীর বসত বাড়িতে এসে তার ভাইয়ের কাছে ৬,০০০০০(ছয় লক্ষ) টাকা পাবে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভাইয়ের সাথে কোন যোগাযোগ নাই বললে তারা আরও ক্ষিপ্ত হয়ে টাকা পরিশোধ না করলে বিবাদীকে উঠিয়ে নিয়ে খুন-গুম করবে বলে হুমকি দেয়। এমনকি তারা রাজনৈতিক মদদপুষ্ট এবং পুলিশের কাছে অভিযোগ করে কিছুই হবেনা বলে হুমকি প্রদান করে।
বাদি বলেন, আমি পেশায় একজন নাইট গার্ড, সামান্য উপার্জনে কোনরকম চলছি। ভাই কি লেনদেন করেছে জানিনা, এমনকি সে আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ রাখেনা। থানায় অভিযোগ করার পর তারা তাদের মোবাইল ( ০১৭১৩ ৭০৭৯২৮, ০১৭২১ ১৫০৮৭৪) নং থেকে অব্যহত হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি থানায় জানলেও অদ্যবধি কোন সুফল পাইনি। তাই আমাকে প্রাণ বাঁচানোর তাগিদে পালিয়ে বেড়াতে হচ্ছে।
বিবাদীদের বক্তব্য নিতে তাদের ব্যবহ্নত মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর কল কেটে দেন।
অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল বলেন, অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।