শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে ২০ নভেম্বর  বিকাল ৫  টার দিকে নিজ বাড়িতে ফাহিম (১৫) নামে এক স্কুল পড়ুয়া কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত ফাহিম উপজেলার নওয়াপাড়া পৌরসভার পালপাড়া (শিমুলতলির) মামুন সরকারের পুত্র এবং নওয়াপাড়া মডেল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
নিহতের প্রতিবেশীরা জানান, নিহতের মা তার ছোট বোনকে নিয়ে বাইরে যান, ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে  প্রতিবেশীদের সাথে নিয়ে দরজা ভেংগে মরদেহ উদ্ধার করেন। নিহতের পরিবার এই আত্মহত্যার সঠিক কারন জানাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম মেহেদী মাসুদ বলেন, অপমৃত্যর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here