শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগর উপজেলার ৮ টি ইউনিয়নের ২৬ টি কমিউনিটি ক্লিনিকে সরকারি ছুটির দিন ব্যাতিত সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি স্বাস্থ্য শিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা । দেওয়া হয় সদ্য বিবাহিত এবং অন্তঃসত্ত্বা মহিলাদের নিবন্ধীকরণ- সম্ভাব্য প্রসব তারিখ নিরূপণ ও সংরক্ষণ। উপজেলার প্রতিটি ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন বিভিন্ন রোগী এখান থেকে সেবা নিয়ে থাকে। রোগীর অবস্থা অনুযায়ী ওষুধ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বাড়ির কাছে বিনামূল্যে ওষুধ এবং সেবা পাওয়ার কারণে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামাঞ্চলের জনসাধারণের কাছে জনপ্রিয়তা পেয়েছে।
কথা হয় উপজেলার ৮ নং সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা তাসলিমা খাতুন (৩৪) এর সাথে তিনি বলেন, এই ক্লিনিকের জন্য আমাদের অনেক উপকার হয়েছে। এখন আর চিকিৎসার জন্য দুরে যেতে হয়না।
উপজেলার দেওয়াপাড়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা দেওয়া সি এইচ সি পি শিউলি রানী রায় বলেন, আমি প্রতিদিন গড়ে ৪০/৫০ জনকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমি নিয়মিত চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেস্টা করি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডা: ওহিদুজ্জামান বলেন, ক্লিনিক গুলোতে সেবার মান যথেষ্ট ভালো, কিছু কিছু কমিউনিটি ক্লিনিকে নিয়মিত প্রসুতী মায়ের স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করানো হচ্ছে, ক্লিনিক গুলোতে যেন সেবার মান অব্যাহত থাকে সে দিকে আমি সবসময় খেয়াল রাখছি ।