শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
দেশের দক্ষিণাঞ্চল যশোরের অভয়নগরে উপজেলার গ্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা , মাগুরা ও রাজাপুর মৌজায় ৫৬৫. ৮৭১ একর ভূমিতে দেশের ১০ম  ইপিজেড রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ১ হাজার ৫৪২ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকা। আর ইপিজেড কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে আসবে ৩৫০ কোটি টাকা। প্রকল্পটি ২০২৬ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়িত হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে,  প্রকল্পের আওতায় ৫৬৫. ৮৭১ একর ভূমি অধিগ্রহণ এবং ভূমি উন্নয়ন করে  ৪৩৮টি শিল্প প্লট সৃষ্টি করা হবে। প্রকল্প এলাকায় রাস্তা নির্মাণ, খাল খনন ও ড্রেন নির্মাণ করা হবে। এ ছাড়া কারখানা ভবনসহ আবাসিক ও অফিস ভবন নির্মাণ করা হবে । প্রকল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৪টি ১১/০.৪১৫ কেভি সাবস্টেশন, ১৪ দশমিক ৮৭৪ কিলোমিটার ১১ কেভি এইচটি লাইন ও ১টি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণ করা  সহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সৃষ্টি করা হবে।
ইপিজেডের কার্যক্রমের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল বলেন, জমি অধিগ্রহণের কাজ চলছে। অনান্য আনুষ্ঠানিকতা চলমান রয়েছে এবং খুব দ্রুত সম্পন্ন করা হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here